খেলাধুলা

হ্যাট্রিক করলেন রুনি

শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেড বা ইংল্যান্ডের কারোই খেলা ছিল না। তারপরও হ্যাট্রিক করলেন  ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা। গত বছর জাতীয় দল ও ক্লাব ফুটবলে অসাধারণ পারফর্মেন্স করেছেন রুনি। তাই  ফলও পেলেন  হাতেনাতে। বৃহস্পতিবার ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে রুনির নাম ঘোষণা করে ইংল্যান্ডের প্রফেসনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে তিনবার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হওয়ায় নজির গড়লেন রুনি।২৭ শতাংশ ভোট পেয়ে বর্ষসেরা হয়েছেন রুনি। ১১ শতাংশ ভোট পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আর্সেনালের দানি ওয়েলব্যাক।  আর তৃতীয় স্থানে থাকা লিভারপুলের রাহিম স্টারলিংয়ের বাক্সে জমা পড়েছে ৭ শতাংশ ভোট।তৃতীয়বারের মতো বর্ষসেরার খেতাব জেতায় যথারীতি উচ্ছ্বসিত ইংলিশ অধিনায়ক। তিনি বলেন,  আবারও বর্ষসেরা হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি ফুটবলকে ভালোবাসি আর সারা জীবন ফুটবলের সঙ্গেই থাকতে চাই।২০১৪ সালে জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচে ৮ গোল করেন রুনি। এ ছাড়া চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৪ গোল করেচেন ম্যানচেস্টার  ইউনাইটেডের এই তারকা।