চুয়াডাঙ্গার দামুড়হুদায় নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ মাদরাসা পাড়ার মিলন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আনোয়ার হোসেন উপজেলার মুক্তারপুর গ্রামের জামান গ্রুপের মুরগির খামারের দ্বিতীয় তলার নির্মাণ কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। দামুড়হুদা ইউনিয়নের সাবেক মেম্বার হাসান জানান, জামান গ্রুপের মুরগির খামারের নির্মাণ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। সালাউদ্দিন কাজল/এসএস/এবিএস