খেলাধুলা

রুবেলের সঙ্গে আকরাম খানের সাক্ষাৎ

নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে থাকা ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে দেখা করেছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এ সময় রুবেলের বাবা-মাও উপস্থিত ছিলেন।শনিবার সকাল ১১টার দিকে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রুবেল বাবা-মা ও আকরাম খানের সঙ্গে প্রায় ৩০ মিনিট কথা বলেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। ফরমান আলী বলেন, ‘আকরাম খানসহ পরিবারের সদস্যরা দেখা করার অনুমতি চাইলে আমরা সে ব্যবস্থা করে দেই। তারা প্রায় আধ ঘণ্টা কথা বলে চলে যান। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ।’