মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের ছাত্র ইব্রাহিমের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বক্তারা বলেন, মঙ্গলবার একাদশ শ্রেণির ছাত্র ইব্রাহিমের ওপর বহিরাগত কয়েকজন সন্ত্রাসী হামলা চালিয়ে হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া বহিরাগতরা কলেজ হোস্টেলকে মাদক বিক্রি ও সেবনের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে। অন্যায়ের প্রতিবাদ করলেই সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করে বহিরাগতরা।এ সময় বক্তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার এবং কলেজে বহিরাগত সন্ত্রাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির দাবি করেন।নাসিরুল হক/এসএস/আরআইপি