আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম ধ্বংসের গভীর ষড়যন্ত্র করছে ইহুদি-নাসারারা। আর ইহুদিদের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি-জামায়াত দেশে জঙ্গিবাদ সৃষ্টি করছে। ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিন। বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ফাইন্ডেশন সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক ওই কর্মশালার অায়োজন করে।হানিফ বলেন, আজ ইসলামের নামে বিশ্বব্যাপী জঙ্গিবাদের যে বিস্তার ঘটাছে, তা ইহুদিদের সৃষ্টি। মোসাদ এবং সিআইএ মিলে আইএস সৃষ্টি করেছে। আইএস সৃষ্টি করে মুসলমানদের দিয়ে মুসলমানদের হত্যা করা হচ্ছে। সাইট ইন্টেলিজেন্স নামে যে সংগঠন আইএসের মুথপাত্র হিসেবে কাজ করছে, তার প্রতিষ্ঠাতাও একজন ইহুদি এবং কট্টর ইসলামবিরোধী।বিএনপি-জামায়াত মোসাদ এবং সিআইএ -এর এজেন্ট উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করতে লন্ডনে বসে তারেক রহমান মোসাদের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি নেতা আসলাম চৌধুরী মোসাদের সঙ্গে বৈঠক করার কথা স্বীকার করেছেন। যে ইসরায়েল মুসলমানদের প্রধান শত্রু, সেই ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি ক্ষমতায় আসতে চায়।আইএস ইসলামের প্রধান শত্রু ইহুদি রাষ্ট্র ইসরায়েলে কেন হামলা করে না এমন প্রশ্ন তুলে আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা শান্তির ধর্ম ইসলামের নামে মানুষ হত্যা করছে, তারা কখনও মুসলমান হতে পারে না। মানুষ হত্যাকারীরা ইসলামের প্রধান শত্রু।দেশে যারা জঙ্গি পরিচয়ে ধরা পড়ছে তারা সবাই ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত উল্লেখ করে হানিফ বলেন, এই অপশক্তিকে এখনই রুখতে হবে। সন্ত্রাস জঙ্গিবাদের শিকড় চিরতরে নির্মূল করতে হবে।দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়েছে দাবি করে তিনি বলেন, ইসলামের জন্য যা করার তা আওয়ামী লীগ সরকারই করেছে। আর বিএনপি-জামায়াত ইসলামবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। এ সময় আলেম-ওলামাদের জঙ্গিবাদ রোধে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় ধর্ম মন্ত্রণালয় সচিব আব্দুল জলিল, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী কর্মশালায় বক্তব্য রাখেন। পরে মসজিদের খতিবদের মাঝে বিশেষ খুতবা বিতরণ করা হয়।এএসএস/আরএস/আরআইপি