দেশজুড়ে

ফরিদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ভিডিও প্রকাশ

ফরিদপুর শহরের মুজিব সড়কের ঝিলটুলী স্বর্ণকার পট্টির নিউ মেঘনা জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ভিডিও প্রকাশ হয়েছে ফেসবুক ও ইউটিউবে। ডাকাতির ঘটনায় কোতোয়ালি থানায় দোকানের মালিক বাসুদেব কর্মকার অজ্ঞাত সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এদিকে স্বর্ণের দোকানে থাকা সিসি ক্যামেরার ভিডিও ও ছবি ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, অস্ত্র হাতে হেলমেট পরা এক যুবক দোকানে ঢুকে ও তার সঙ্গে সঙ্গে ৪/৫ জন মুখোশ পরা ডাকাত অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করে নিচ্ছে। মাত্র দেড় মিনিটে ডাকাত দল স্বর্ণের দোকান লুট করে পালিয়ে যায়। ডাকাত দল দোকানের সামনে ও মুজিব সড়কে ৭/৮টি হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বোমা বিস্ফোরণে ওই এলাকায় সকল স্বর্ণের দোকান ও কয়েকটি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় অন্যান্য স্বর্ণের দোকানদারও তাড়াহুড়ো করে দোকানের শার্টার বন্ধ করে নিরাপদে থাকার চেষ্টা করে। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন আহম্মেদ বলেন, রাতেই জুয়েলার্সের মালিক বাসুদেক কর্মকার থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে ১৫০ ভরি ৮ আনা স্বর্ণ লুটের অভিযোগ রয়েছে। জুয়েলার্সের সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে ডাকাতদের গ্রেফতার ও স্বর্ণালঙ্কার উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ। রাতে ঘটনাস্থলের পাশে ও শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এস.এম. তরুন/এআরএ/পিআর