দেশজুড়ে

জাগো নিউজে সংবাদ দেখে সুরাইয়াকে দেখতে গেল পুলিশ

দেশের শীর্ষ স্থানীয় নিউজ পোর্টাল জাগো নিউজের সংবাদ পড়ে শনিবার মাগুরা জেলা পুলিশ শিশু সুরাইয়াকে ফুল ও খেলনা সামগ্রী উপহার দিয়েছে। এসময় সুরাইয়াকে অপারেশনকারী চিকিৎসকও উপস্থিত ছিলেন। তারা সুরাইয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে সুরাইয়ার পাশে থাকবে বলে তারা জানিয়েছেন। জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় সুরাইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।সুরাইয়ার বাবা বাচ্চু ভূইয়া জাগো নিউজকে জানান, মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ ও একজন খুনের ঘটনায় দায়েরকৃত মামলার ১৬ আসামির মধ্যে ১১ জন জামিনে মুক্ত হয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করলেও আজ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাড়ি আসায় তিনি স্বস্তি ফিরে পেয়েছেন বলে আশাব্যক্ত করেছেন। এজন্য তিনি জাগো নিউজের মাগুরা প্রতিনিধির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।উল্লেখ্য, গত বছরের ২৩ জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থাকা সমর্থকদের সংঘর্ষে ৮ মাসের অন্তঃসত্ত্ব নাজমা বেগম পেটে গুলিবিদ্ধ হন। এসময় মোমিন ভূঁইয়া নামের একজন নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে রুবেল ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনা সারাদেশে আলোড়ন সৃষ্টি করে।আরাফাত হোসেন/এমএএস/এবিএস