খেলাধুলা

শারাপোভার ব্রিসবেন জয়

নতুন বছরটার সাথে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিটা দারুণ হলো মারিয়া শারাপোভার। শনিবার রুশ গ্ল্যামারগার্ল জিতে নিলেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল ওপেনের শিরোপা। ফাইনালে তিনি ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-৩ গেমে হারান সার্বিয়ান আনা ইভানোভিচকে।  এদিকে ক্যারিয়ারের ৯৯৯তম জয় তুলে নিলেন ১৭ গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন রজার ফেদেরার। শনিবার ব্রিসবেনে পুরুষ এককের সেমিফাইনালে তিনি ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে।