তুমি আসবে বলে কতো আয়োজন আমাদেরঅপেক্ষার প্রহর গুণতে গুণতে, তবু শেষ হয় না,তবু তোমার আগমন ঘিরেবরণ ডালা সাজাতে কার্পণ্য করি না।আজ অবধি চেয়ে আছি বসেকখন জানি আসবে কড়া নেড়ে,এখনো হয়তো, তোমার কিছু কাজ আছে বাকিঅতপর এলে তুমি আমাদের তরে।এখন তোমাকে নিয়ে কতো মাতামাতিতোমার পদাঙ্কে মুখরিত সবই,কা-পুরুষ পিছু হটে,তুমি হও জয়ীচারিদিকে গুঞ্জন তারই নাম কবি।কিছু আশা, কিছু ভাষাতাঁরই নাম ভালোবাসা,বাঁধন হারা মায়ার জালেকোথায় তুমি হারিয়ে গেলে।এসেই কেন চলে গেলেকোন কিছু বোঝার আগে,চলে যাওয়া কতো সহজসেটাই তুমি জানিয়ে দিলে।