দেশজুড়ে

কালকিনি উপজেলা ছাত্রদল সভাপতি-সম্পাদক আটক

মাদারীপুর জেলার কালকিনি উপজেলা ছাত্রদলের সভাপতি অহেদুজ্জামান আবদুল হাই ও সহ-সভাপতি শামীম মোল্লাকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৪টার সময় তাদের আটক করা হয়। বিনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দণ্ডাদেশের প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত ছাত্র ধর্মঘটের সমর্থনে মাদারীপুর জেলার কালকিনিতে মিছিল বের করলে তাদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্টান্ডে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচারের মামলায় হাইকোর্টে সাজা দেয়ার প্রতিবাদে মিছিলের আয়োজন করে উপজেলা ছাত্রদল। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।  বাধা উপেক্ষা করে প্রতিবাদ মিছিল করে ছাত্রদল। এ সময় পুলিশ সভাপতি অহেদুজ্জামান আব্দুল হাই, সাধারণ সম্পাদক মো. মামুন শিকদারকে আটক করে।মিছিলে কালকিনি উপজেলা ছাত্রদলের দফতর সম্পাদক নজরুল ইসুলাম, পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক এইচ এম তুহিন, কালকিনি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজল ও সাইফুল প্রমুখ উপস্থিত ছিলেন। কালকিনি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে।এ কে এম নাসিরুল হক/এএম/এবিএস