ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা আরও নতুন দুটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন। ‘পালতা হাওয়া’ শিরোনামে গোলাম সোহরাব দোদুলের নির্মাণাধীন এই ধারাবাহিকের শুটিং এ মাসের শেষের দিকে শুরু করবেন তিনি। এছাড়া মুনতাসির রিপনের পরিচালনায় আরও একটি নতুন নাটকের কাজে হাত দেবেন বলে জানিয়েছেন স্বাগতা। এ প্রসঙ্গে স্বাগতা বলেন, এখনও হাতে স্ক্রিপ্ট পাইনি। তবে নাটক দুটিরই গল্প নিয়ে কথা হয়েছে। বেশ ভাল লেগেছে। এ মাসের শেষের দিকেই শুটিং শুরু করবো বলে আশা করছি। ধারাবাহিকের পাশাপাশি স্বাগতা কয়েকটির খণ্ডনাটকের কাজও শেষ করেছেন এরই মধ্যে। এছাড়া অভিনয়ের পাশাপাশি এনটিভিতে ব্যান্ডসংগীত বিষয়ক অনুষ্ঠান ‘পজিটিভ ভাইবস’-র উপস্থাপনা নিয়েও ব্যস্ত আছেন স্বাগতা।