বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের গুলশানের বাসা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের ৯ নম্বর বাসায় রাত ১২টার দিকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।অপরদিকে সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের চামেলীবাগের বাসায় দুর্বৃত্তরা ছয়টি ককটেল নিক্ষেপ করেছে। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি জানিয়েছেন।গুলশান থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই ফেরদৌস জানান, মঈন খানের বাসায় গুলির ঘটনা তাদের জানা নেই।