টাঙ্গাইলে ধর্ষণের দায়ে আমিন হোসেন মণ্ডল (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা আড়াইটায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মেদ এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আমিন হোসেন ঘাটাইল উপজেলার গলগণ্ডা গ্রামের মকবুল হোসেন মণ্ডলের ছেলে।এ ব্যাপারে ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গত বছরের ২৮ জুন আমির হোসেন মণ্ডল একই এলাকার এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে ৩০ জুন ধর্ষিতার পিতা বাদী হয়ে আমিন হোসেনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। ওই দিনই ধর্ষণের অভিযোগে আমির হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরবর্তীতে কিশোরীকে ধর্ষণের ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।আরিফ উর রহমান টগর/এআরএ/এবিএস