ঝিনাইদহে কৃষক তোফাজ্জেল হোসেন হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের দণ্ড দেয়া হয়। এ মামলায় বাকি আটজনের বেকসুর খালাস দেয়া হয়। সোমবার বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক সানা মো. মাহরুফ হোসেন এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের খেলাফত হোসেন বিশ্বাস, বিলায়েত হোসেন বিশ্বাস, কবির হোসেন, ইউনুছ আলী ও লাড্ডু।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ১৯৯১ সালের ৬ জুলাই সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের কৃষক তোফাজ্জেল হোসেন মণ্ডলকে স্থানীয় গোয়ালপাড়া বাজারে সন্ধ্যা ৭টার দিকে আসামিরা ইট ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল মোতালেব মণ্ডল বাদী হয়ে ঝিনাইদহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানার তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিদের মধ্যে দুজন মারা যায়। আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সোমবার ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ও আটজনের বেকসুর খালাস দেন। মামলটি আসামিপক্ষে পরিচালনা করেন সিনিয়র আইনজীবী রজব আলী ও রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি ইসমাইল হোসেন।আহমেদ নাসিম আনসারী/এআরএ/পিআর