ইন্টারনেট সংযোগ নেই, তাই বলে ঝুঁকি কমছে না মোটেও। সংযোগহীন অবস্থাতেও আপনি হতে পারেন সাইবার হামলার শিকার। ল্যাপটপ আর মোবাইল থেকে বের হওয়া নিম্ন শক্তির বৈদ্যুতিক সংকেত ব্যবহার করেই আপনার তথ্য ভান্ডার ও ব্যক্তিগত গোপনীয়তায় ঢুকে পড়তে পারে সাইবার অপরাধীরা। হাতিয়ে নিতে পারে মূল্যবান তথ্য। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা। সাইবার হামলার ঘটনা ক্রমেই বেড়ে চলার প্রেক্ষিতে সাইবার নিরাপত্তা বাড়ানোর দিকে ঝুঁকেছে বিশ্বের তাবড় তাবড় নিরাপত্তা বিশেষজ্ঞরা। অনেকে ইন্টারনেট ব্যবহারই কমিয়ে দিয়েছেন। কিন্তু নতুন এই তথ্য জানালো, এত সবের পরও নিরাপদ নয় গ্যাজেটে রাখা ব্যক্তিগত বা অত্যন্ত গোপনীয় দাপ্তরিক তথ্য।গবেষণায় জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা বেশকিছু কম্পিউটার ও মোবাইল ডিভাইসে এগুলো থেকে বের হওয়া নিম্ন শক্তির বৈদ্যুতিক সংকেত ব্যবহার করেই ঢুকতে সফল হয়েছেন।গবেষকদের মতে, সাইবার হামলা প্রতিরোধে ইন্টারনেট ব্যবস্থা সুরক্ষিত করার পাশাপাশি হার্ডওয়্যার ও সফটওয়্যারের নকশায়ও আরো পরিবর্তন আনতে হবে। মূলত হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাতাদের এ বিষয়ে আরো সচেতন করে তোলার লক্ষ্যেই এ গবেষণা চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।সাধারণ এএম বা এফএম রেডিও ব্যবহার করেই ডিভাইস থেকে বের হওয়া নিম্ন শক্তির বৈদ্যুতিক সংকেত ধরা সম্ভব। হ্যাকিং-এ দক্ষরা বেশ ভালভাবেই এই উপায়টি কাজে লাগাতে পারবে বলে মনে করছেন গবেষকরা।