রাজনীতি

জামায়াত আমিরসহ ৬ জনকে শোকজ

ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে বিরুপ মন্তব্য করায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মকবুল আহমদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার ও তাদের আইনজীবী তাজুল ইসলামসহ ছয়জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন।আগামী ২৮ জানুয়ারি ওই ছয়জনকে ট্রাইব্যুানালে হাজির হয়ে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জিয়াদ আল মালুম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।-বিএ