দেশজুড়ে

ইবি ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুজার গিফারী গাফফারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গাফফার ইবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বড়দা গ্রামের দিয়ানত মণ্ডলের ছেলে।মঙ্গলবার সকালে রামচন্দ্রপুর ক্যাম্প ইনচার্জ এসআই অজয় কুণ্ডু অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শৈলকুপা থানায় হস্তান্তর করেন। শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।আহমেদ নাসিম আনসারী/এআরএ/আরআইপি/এমএফ