টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. ছোরহাব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ আদেশ দেন।ছোরহাব হোসেনের বাড়ি গোপালপুর উপজেলার মাদারজানী পূর্বপাড়া গ্রামে। এ মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় অপর ৩জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- সাইফুল ইসলাম, চান মিয়া ও সালমা বেগম।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২০১৩ সালের ২৮ অক্টোবর রাতে গোপালপুর উপজেলার মাদারজানী পূর্বপাড়া গ্রামের ছোরহাব হোসেন তার স্ত্রী চম্পা বেগমকে ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যা করে। এ ঘটনায় নিহত চম্পা বেগমের ভাই বাদী হয়ে ৪ জনকে আসামি করে ২৯ অক্টোবর গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।টাঙ্গাইল আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।আরিফ উর রহমান টগর/এসএস/আরআইপি