ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী গ্রামে ৯দিন বয়সের এক কন্যা শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পর থেকে রিংকু খাঁ নামে নিহত শিশুর বড় চাচা পালাতক রয়েছেন। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলমনখালী গ্রামের আব্দুল মজিদ খাঁর ছেলে সাঈদ খাঁ একই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে আফরিনা খাতুনকে ভালবেসে বিয়ে করেন। কিন্তু এই বিয়েতে সাঈদের পরিবারের সবাই রাজি হলেও বড় ভাই রিংকু খাঁ রাজি ছিলেন না। বিয়ের পর সাঈদ আফরিন দম্পতির কোল জুড়ে আসে এক কন্যা সন্তান। সন্তানটি নিয়ে তারা সুখেই ছিল।নিহত শিশুর নানা আনোয়ার হোসেন অভিযোগ করেন, বিকেল ৪টার দিকে মা আফরিন সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এসময় তার বড় ভাসুর রিংকু খাঁ ঘরে ঢুকে ৯ দিনের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়। ৯ দিন বয়সের নাতনিকে এভাবে হত্যা করা হবে তা কল্পনাও করতে পারছেন না তিনি। ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, বিকেলে সদর উপজেলার কলমনখালী গ্রামে ৯ দিন বয়সের এক শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার ঘটনা সঠিক হলে অবশ্যই থানায় মামলা রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।আহমেদ নাসিম আনসারী/এআরএ/এবিএস