ফরিদপুরে শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লার শতনীড় আবাসন প্রকল্পের নির্মাণাধীন এক ১২ তলা ভবন থেকে পড়ে গিয়ে নির্মাণ শ্রমিক মো. রিয়াজুলের (২৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজুল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে রিয়াজুল নির্মাণাধীন ১২ তলা বিশিষ্ট শতনীড় আবাসন প্রকল্পের ওই ভবনে কাজ করছিলেন। হঠাৎ দড়ি ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ জানান, শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকায় নির্মাণ কাজের সময় শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ ব্যাপারে থানায় কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি।এস.এম. তরুন/এআরএ/এবিএস