তৃতীয় সীমান্ত হাটের যাত্রা শুরু হচ্ছে ফেনীতে। মঙ্গলবার জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম ছয়ঘরিয়ার মধ্যবর্তী স্থানের সীমান্তে (ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর সীমান্তে) ভারতের সাথে সমঝোতা স্মারক মোতাবেক তৃতীয় “বর্ডার হাট” এর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ফেনীর স্থানীয় সংসদ সদস্যগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক, ভারতের ত্রিপুরা রাজ্যের চিফ মিনিষ্টার, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রীমতি নির্মলা সিথারামান, ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্রী তপন চক্রবর্তী, ত্রিপুরার স্থানীয় সংসদ সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী অনুষ্ঠানে যোগদান করবেন।২০১০ সালের বর্ডারহাট স্থাপনের জন্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইতোমধ্যে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তে (ভারতের পশ্চিম গারো হিলের কালাইয়ের চর সীমান্তে) এবং সুনামগঞ্জ জেলা সদর উপজেলার ডলোরা সীমান্তে (ভারতের পূর্ব খাশিহিলের বালাত সীমান্তে) বর্ডার হাট উদ্বোধন করা হয়েছে। এ সীমান্ত হাট থেকে উভয় দেশের সীমান্ত এলাকার জনগণ সুফল পাচ্ছেন।বাংলাদেশ-ভারত সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের জনসাধারনের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার উদ্দেশ্যে বর্ডারহাট চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোন ধরনের শুল্ক ছাড়াই বর্ডার হাটে উভয় দেশের পণ্য ক্রয়-বিক্রয় করা হয়।পর্যায়ক্রমে বাংলাদেশ-ভারত (মেঘালয়) সীমান্তে সিলেট জেলার কোম্পানীগঞ্জ এর ভোলাগঞ্জে, সুনামগঞ্জ জেলার তাহিরপুরের সায়দাবাদ, ময়মনশিংহ জেলার ধোবাউড়ার ভূইয়াপাড়া এবং সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজাররের বাগানবাড়ীতে (৪টি স্থানে) বর্ডার হাট স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরএস