ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাহেব চান (১৮) নামে এক জেএমবি সদস্যকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। বুধবার ভোরে অভিযান চালিয়ে ওই উপজেলার বরিয়াল এলাকা থেকে তাকে আটক করা হয়।সাহেবচান হরিপুর উপজেলার বরিয়াল গ্রামের ইউসুফ আলীর ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেব চানের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করলে তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ট গুলি ও ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেএমবি সদস্যকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল।রবিউল এহসান রিপন/এসএস/পিআর