গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভেলা বানাতে গিয়ে বন্যার পানিতে ডুবে মো. লাল চাঁন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের উত্তর খাটিয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে।লাল চাঁন ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের উত্তর খাটিয়ামারী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। এলাকাবাসী জানান, লাল চাঁনের বাড়ি ও সংলগ্ন এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। বুধবার বেলা ১১টার দিকে লাল চাঁন চলাফেরার সুবিধার জন্য বন্যার পানিতে কলা গাছ দিয়ে ভেলা বানাচ্ছিলেন। ভেলা বানানোর সময় হঠাৎ করে তিনি ভেলার নিচে পড়ে পানিতে ডুবে মারা যান। ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জালাল জানান, লাল চাঁনের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তার লাশ অন্য এলাকার উঁচু জায়গায় দাফন করা হবে। অমিত দাশ/এসএস/পিআর