নেত্রকোনা-মদন সড়কের আটপাড়ার তেলীগাতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাত্রী ইসলাম উদ্দিন (৭০) নিহত হয়েছেন। বুধবার দুপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ইসলাম উদ্দিন জেলার আটপাড়ার ছয়াশি গ্রামের বাসিন্দা। জানা গেছে, নেত্রকোনা থেকে মদনগামী যাত্রীবাহী বাস বেলা ২টার দিকে অাটপাড়ার খাজাঞ্চি নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা ১৫/১৬ জন যাত্রী আহত হন। এর মধ্যে বৃদ্ধ ইসলাম উদ্দিনকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। নেত্রকোনা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বাস দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, পুলিশ বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কামাল হোসাইন/এআরএ/এমএস