ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় আটক জঙ্গি সাহেব জানকে (২০) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বিকেলে পুলিশ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোল্লা সাইফুল আলম সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।সাহেব জান হরিপুর উপজেলার বরিয়াল গ্রামের ইউসুফ আলীর ছেলে।এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, মঙ্গলবার রাত ১০টায় হরিপুর উপজেলা বরিয়াম গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সাহেব জান নামে এক জঙ্গি সদস্যকে আটক করে পুলিশ। পরে ওই জঙ্গির বাসায় তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সাহেব জান ঠাকুরগাঁওয়ে নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। রবিউল এহসান রিপন/এআরএ/আরআইপি