দেশজুড়ে

রায়গঞ্জে আটক ৭ শিবির কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে অভিযান চালিয়ে সাত শিবির কর্মীকে আটকের পর বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।আটক সাতজন ও বাড়ির মালিক সংগ্রাম পত্রিকার স্থানীয় প্রতিনিধি খোরশেদ আলম ও তার ছেলে কাউসার হোসেনসহ ৯ জনের নাম উলে­খ করে অজ্ঞাতনামা আরো সাতজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।আটকরা হলেন, সংগ্রাম পত্রিকার প্রতিনিধি খোরশেদ আলমের স্ত্রী জামায়াতের সদস্য সংগ্রহকারী ফাহিমা বেগম (৪০), শিবির কর্মী সলঙ্গা থানার আমডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রেদওয়ান আহম্মেদ (২৫), রায়গঞ্জ উপজেলার কাজিপুর গ্রামের আবু সামার ছেলে আব্দুল হালিম (১৯), একই উপজেলার চরতেলিজানা গ্রামের আব্দুল বারী সেখের ছেলে রাসেল মাহমুদ (১৯), একই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে এবাদুল­াহ (২০), ধানগড়া নদীর পশ্চিমপাড়া গ্রামের আলী মূর্তজার ছেলে মুজাহিদুল ইসলাম জিহাদ (২১) ও পূর্বলক্ষিকোলা গ্রামের আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম (২০)। রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, নাশকতার পরিকল্পনার জন্য গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় চান্দাইকোনা এলাকার ঘোষপাড়ার সংগ্রাম পত্রিকার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি খোরশেদ আলমের বাড়িতে অভিযান চালানো হয়। রাত ৯টা পর্যন্ত ওই বাড়িতে তল্লাশি চালিয়ে এক নারীসহ সাতজনকে আটক এবং সেখান থেকে পাঁচটি ককটেল, দুইটি বোমা, বেশ কিছু জিহাদি বই ও হাতে লেখা ডাইরি উদ্ধার করা হয়। অভিযানকালে সাংবাদিক ও জামায়াত কর্মী খোরশেদ আলম ও তার ছেলে ছাত্র শিবিরের সাথী সদস্য কাওসার হোসেন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানকালে তাদের কাছ থেকে জেহাদি বই, ককটেল ও হাতবোমা উদ্ধার করা হয়।এদিকে, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য রাতেই পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের সদর থানা হাজতে রাখা হয়। অভিযানকালে আটক সাতজন ও পলাতক জামায়াত কর্মী খোরশেদ আলম ও তার ছেলে কাওসার হোসেনসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো সাতজনের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। প্রত্যেকের নামে সাত দিনের রিমান্ড আবেদন করে বৃহস্পতিবার দুপুরে আটকদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। বাদল ভৌমিক/এআরএ/এবিএস