আন্দোলনের নামে গাড়িভাঙচুর, জ্বালিয়ে-পুড়িয়ে মানুষ হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ আহবান জানান।মন্ত্রী বলেন, হরতাল অবরোধের নামে এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম ইতিহাসের নির্মম ঘটনা। এসব মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হবে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, বার্ন ইউনিটের অধ্যাপক মোঃ আবুল কালাম এবং ডাঃ মোঃ হেদায়েত আলী খান এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০ দলীয় জোটের অবরোধের সময় পেট্রোলবোমা হামলায় আহত ট্রাক ড্রাইভার পিয়ার মিয়া, সিএনজি চালক মোঃ সাইফুল, কাভার্ড ভ্যান (হলার) চালক মোঃ সেলিম, বাসযাত্রী শফিকুল আলম এবং রিকশাচালক অমূল্য বর্মন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।