দেশজুড়ে

ঈশ্বরদীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে র‌্যাবের সঙ্গে `বন্দুকযুদ্ধে` জহুরুল ইসলাম (৪৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।জহুরুল ইসলামের বাড়ি ঈশ্বরদীর মুলাডুলিতে।  র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে পাবনা র‌্যাবের সদস্যরা বক্তারপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সেখানে আগে থেকে অবস্থানরত কয়েকজন ডাকাত তাদের লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে জহুরুল নিহত হয়। বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি রামদা ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। মুঠোফোনে পাবনা র‌্যাব অফিসে খোঁজ নিলে তারা একজন নিহতের কথা স্বীকার করেন এবং সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান। আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর