জাতীয়

মুজাহিদের আপিল শুনানি বুধবার

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের শুনানি শুরু হবে বুধবার। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের বুধবারের কার্যতালিকায় বিষয়টি চার নম্বরে রয়েছে। প্রধান বিচারপতি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ আপিলের শুনানি শুরু হবে। বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে খন্দকার মাহবুব হোসেন নেতৃত্ব দেবেন। গত ১২ ডিসেম্বর আপিলের শুনানির জন্য এ দিন ধার্য করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগের মামলায় ২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করা হয়। ওই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়। এর আগে গত ৩ ডিসেম্বর প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানির জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেছিলেন। উল্লেখ্য, গত ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ১৯৭১ সালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড প্রদান করেন। একই বছরের ১১ অগাস্ট ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল আবেদন দায়ের করেন মুজাহিদের আইনজীবীরা। আপিল আবেদনে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ১১৫টি যুক্তি দেখিয়ে মুজাহিদের খালাস চাওয়া হয়েছে। আবেদনে ৯৫ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে ৩ হাজার ৪৬০ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়।