দেশজুড়ে

কমলনগরে অপহৃত বৃদ্ধ উদ্ধার : আটক ২

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় অপহৃত বৃদ্ধ শ্রী ভবতোশ দাসকে (৮০) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এ ঘটনায় কমলনগর থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার করুনানগর বাজার থেকে বৃদ্ধকে অপহরণ করা হয়।আটকরা হলেন, কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মহিন উদ্দিন (২২) ও দক্ষিণ চর কাদিরা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে আনোয়ারুল হক (২১)।পুলিশ জানায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে কমলনগর বাজার থেকে বৃদ্ধকে তুলে রহিমগঞ্জ এলাকায় নিয়ে যায়। এ সময় স্থানীয়রা লোকজন সহযোগিতায় ওই বৃদ্ধকে উদ্ধার ও দুই যুবককে আটক করা হয়। অপহরণের সঙ্গে জড়িত আরো তিনজন পালিয়ে যায়।কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, এ ঘটনায় বৃদ্ধ শ্রী ভবতোশ দাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি। কাজল কায়েস/এএম/এমএস