গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া এলাকার বাসিন্দা জঙ্গি শরিফুলের আশ্রয়দাতা মাদরাসা শিক্ষক আনোয়ার হোসেনকে (৪৮) চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে। শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম তাসকিনুল হক এই আদেশ দেন।গত ২৩ জুলাই রাতে গ্রেফতারের পর তাকে পর দিন গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয়। কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর গুলিবিদ্ধ অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারকৃত জঙ্গি শরিফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলামের (২২) স্বীকারোক্তির ভিত্তিতেই গত ২৩ জুলাই রাতে র্যাব-১৩ এর একটি দল জঙ্গি আশ্রয়দাতা হিসেবে মাদরাসা শিক্ষক আনোয়ার হোসেনকে তার বাড়ির সামনে থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।আনোযার হোসেন পৌর এলাকার খলসী এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক। শিক্ষক আনোয়ার হোসেনের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে জেএমবির দুর্ধর্ষ জঙ্গি ক্যাডার শরিফুল ভাড়াটিয়া হিসেবে গত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত অবস্থান করেন। এসময়ে ওই বাড়িতে উত্তরাঞ্চলের শীর্ষ জঙ্গি নেতা ও জঙ্গি প্রশিক্ষণ দানকারীরা নিয়মিত যাওয়া আসা করতো এবং সেখানে বৈঠক করার বিষয়ে প্রাপ্ত তথ্য সম্পর্কে নিশ্চিত হয়ে প্রথম দফায় আনোয়ার হোসেনকে রিমান্ডে নেয়া হয়। সেই সঙ্গে জঙ্গি তৎপরতার সঙ্গে আনোয়ারের নিজের সম্পৃক্ততা ছিল কিনা তাও জানার চেষ্টা করা হয়। প্রথম দফা জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেনকে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলে জঙ্গি তৎপরতা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওযা গেছে বলে পুলিশের একটি সূত্র জানিযেছে। দ্বিতীয় দফায় শুক্রবার বিকেলে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার দেখিয়ে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনোয়ারকে হাজির করেন ডিবি পুলিশের এসআই নওশাদ আলী।তিনি অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের পুলিশি রিমান্ডে নেয়ার আবেদন জানান। বিচারক এসএম তাসকিনুল হক আবেদন পর্যালোচনা শেষে জিজ্ঞাসাবাদের জন্য আনোয়ার হোসেনের আবারো চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। অমিত দাশ/এআরএ/এমএস