চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় দুই বাউলকে মারধরের পর চুল কেটে তাদের বসত ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সাধু জুলমত খাঁ (৬৫) ও সাধু নগেন হালদারকে (৬০) পিটিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নির্যাতিত জুলমত খাঁ একই গ্রামের মৃত খোরশেদ মণ্ডলের ছেলে। অপরজন সাধু নগেন হালদারের বাড়ি একই উপজেলার চন্তিপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, সাধু জুলমত খাঁর আস্তানায় শুক্রবার রাত দেড়টার দিকে ৯-১০ মুখোশধারী দুর্বৃত্ত হানা দেয়। তারা জুলমত খাঁ, তার স্ত্রী মোমেনা খাতুন ও নগেন হালদারকে বেঁধে চুল কেটে ও পিটিয়ে নির্যাতন করে। পরে তারা আস্তানায় আগুন ধরিয়ে দিয়ে চলে যায় এবং এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। পরে আক্রান্তদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।শনিবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার রশীদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।দামুড়হুদা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, দুর্বৃত্তরা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি। সালাউদ্দিন কাজল/এএম/এমএস