প্রবল পানির তোড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈরে বাজার রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বেড়িবাঁধের প্রায় ১০০ মিটার বাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। এতে বহেরাতলা বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকিতে রয়েছে। এদিকে, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের পদ্মা নদীতে পানি বেড়ে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া কাওড়াকান্দি ঘাটের ২ নং ঘাটটি এক সপ্তাহ ধরে পানিতে নিমজ্জিত। এদিকে, আড়িয়াল খাঁ নদের ভাঙনে সন্ন্যাসীরচর, পদ্মা নদীর ভাঙনে চরজানাজাত, কাঠালবাড়ির ৩ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে শত শত পরিবার গৃহহীন হযে পড়েছে। পদ্মা নদীর চরাঞ্চলের ৪টি ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে ঘরের মধ্যেই মাচা তৈরি করে বসবাস করছেন। এ সকল এলাকার ফসলি মাঠ, টিউবওয়েল, স্কুলেও পানি ঢুকে পড়েছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।মাদারীপুর পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা বলেন, মাদারীপুরের শিবচর এলাকার পদ্মা নদীতে অব্যাহত পানি বেড়ে চলছে। বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মাদারীপুর জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস বলেন, নদী ভাঙন ও বন্যা কবলিতদের মাঝে প্রয়োনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। নাসিরুল হক/এসএস/এমএস