বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চাঞ্চল্যকর নুরুল কবির হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা দায়রা জজ ।রোববার সকালে জেলা দায়রা জজ শফিকুর রহমানের আদালত আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।আসামিরা হলেন- উবাচিং মার্মা, সাচিং মার্মা, মং হ্লা চিং, রেজাউল এবং উমাপ্রু মার্মা।আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১১ মার্চ জেলার রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা এলাকা থেকে নুরুল কবিরকে মৎস্য খামার থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে নিহতের ভাই নুর আলম বাদী হয়ে রোয়াংছড়ি থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার চারদিন পর উপজেলার ত্রিশটিলা এলাকার পাহাড় থেকে জবাই করা ও অর্ধগলিত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকায় আদালত ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দেন ।নিহতের ভাই নুরুল আলম বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট নয়। আসামিদের ফাঁসির আদেশের জন্য আমরা উচ্চ আদালতে আপিল করবো ।সৈকত দাশ/এসএস/আরআইপি