দেশজুড়ে

আ.লীগ নেতার পক্ষে স্ট্যাটাস দেয়ায় যুবলীগ নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলামের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় এক যুবলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শহীদ পাটোয়ারীকে রোববার দুপুরে বহিষ্কার করেছেন উপজেলা কমিটির নেতারা। উপজেলা যুবলীগের আহ্বায়ক এমরান হোসেন এমু, যুগ্ম-আহ্বায়ক সৈকত মাহমুদ শামছু ও মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে দলের সাধারণ সদস্য পদসহ তাকে বহিষ্কার করা হয়।নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শহীদ পাটোয়ারী বলেন, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামকে নিয়ে গত কয়েক দিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দেয়াই আমার একমাত্র অপরাধ। উপজেলা যুবলীগ নেতারা অাওয়ামী লীগ নেতা শাহজাহানকে নিয়ে স্ট্যাটাস দিতে বলেছে, তা না করায় অগঠনতান্ত্রিকভাবে আমাকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সৈকত মাহমুদ শামছু বলেন, দলের নাম ভাঙিয়ে শহীদ পাটোয়ারী সন্ত্রাসী ও চাঁদাবাজি করছে। এছাড়া জামায়াতের সঙ্গে তার আঁতাত রয়েছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়। ফেসবুকের স্ট্যাটাস এখানে বিষয় নয়।প্রসঙ্গত, রামগঞ্জে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান ও জেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলামের অনুসারীরা প্রকাশ্যে কোন্দলে জড়িয়ে পড়ছে। আগামী ১৮ সেপ্টেম্বরের উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে পুরনো বিরোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। কাজল কায়েস/এআরএ/পিআর