রাজবাড়ী জেলা সদরের মাটিপাড়া এলাকায় রাবেয়া ব্রিকসের সাজানো ইটের দেয়াল ধসে গিয়াস সরদার (৩৫) নামে এক ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাক চালকসহ অন্তত চারজন আহত হয়েছেন।রোববার দুপুরে ট্রাকে ইট ভরাট করার সময় ইটের দেয়াল ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস সরদার জেলা সদরের গোদার বাজার এলাকার মাজেদ সরদারের ছেলে।আহতরা হলেন, ট্রাক চালক মঞ্জু প্রামানিক (৩৫), শ্রমিক উম্বার কাজী (৬০), সালাম সরদার (৪০) ও এরশাদ প্রামানিক (৩২)। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাহিদ রায়হান এক ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এক ব্যক্তিকে মৃত ও চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। রুবেলুর রহমান/এএম/আরআইপি