গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়ন জামায়াতের আমিরসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- হোসেনপুর ইউনিয়নের মাওলানা আব্দুস সাত্তার (৫০), উপজেলার হরিণাথপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী আপেল মিয়া (৩০) সহ জেলার বিভিন্ন স্থান থেকে আরো সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন সাতজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাস, মাদক ব্যবসা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অমিত দাশ/এএম/আরআইপি