দেশজুড়ে

বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

বরিশালের বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুই জন নিহত হয়েছেন। এতে আরো ৪ জন আহত হয়েছেন।বুধবার দুপুর ২টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী হাওলাদার ব্রিজ এলাকায় মাহেন্দ্র আলফা উল্টে খাদে পড়ে এক ব্যবসায়ী নিহত এবং ৪ জন আহত হয়েছেন।নিহত বাবুল গাজী একই এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী।বিমান বন্দর থানা পুলিশের ওসি শাহেদুজ্জামান জানান, মাহেন্দ্রটি রহমতপুর থেকে বাবুগঞ্জ যাওয়ার পথে ক্ষুদ্রকাঠী হাওলাদার ব্রিজ এলাকায় একটি কুকুরকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবুল গাজীর মৃত্যু হয়। আহত ৪ যাত্রীকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ মাহেন্দ্রটি আটক এবং ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল মর্গে পাঠিয়েছে।অন্যদিকে, একই দিন দুপুর আড়াইটার দিকে অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে সানজিদা (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের হাবুল হাওলাদারের মেয়ে।গৌরনদী থানা পুলিশের অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।