রাজধানীর দারুস সালাম থানার প্রথম কলোনিতে ছুরিকাঘাতে মো. শাহীন (১৯) নামে এক পিকআপ চালক খুন হয়েছেন। নিহতের নাম শাহিন। বুধবার দুপুরে দারুস সালাম থানার প্রথম লেনে এ ঘটনা ঘটে।দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম জাগোনিউজকে বলেন, দুপুর সাড়ে ১২টায় স্থানীয় এক চায়ের দোকানদারের সাথে শাহীনের কথাকাটি হয়। এক পর্যায়ে চা-দোকানি শাহীনের পেটে ছুরি ঢুকিয়ে দিলে ঘটনাস্থলে সে অজ্ঞান হয়ে পড়েন।পরে খবর পেয়ে তার মা রোকেয়া বেগম ও বাবা ইউসুফ দুপুর দেড়টায় শাহীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর পুলিশ চা দোকানদারকে ধরতে কলোনীতে তল্লাশী চালায়। তবে ঘাতককে গ্রেফতার করতে পারে নি পুলিশ।ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়িতে তালা মেরে পালিয়েছেন ঘাতক।
জেইউ