জাতীয়

রাজধানীতে দুটি বাসে আগুন

অবরোধ শুরুর পর থেকে সন্ধ্যা নামলেই যাত্রীবাহি বাসে আগুন দেওয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। দিনের বেলায় যানবাহনে ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও রাতে তা তুলনামুলকভাবে বাড়ছে। ফলে সন্ধ্যা নামলে অফিসর ফেরত বাসামুখী মানুষের মাঝে দেখা দিয়েছে আগুন আতঙ্ক।বুধবার সন্ধ্যা ও ছিল তাই। সন্ধ্যা নামতে না নামতেই রাজধানীর দুটি পৃথক স্থানে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এঘটনায় সাধারণ মানুষ উদ্ভ্রান্তের মতো দিকবিদিক ছুটাছুটি শুরু করে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধে রাজধানীর সাইনবোর্ড ও নীলক্ষেত এলাকার এ ঘটনা ঘটে।বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নাজমা আক্তার। তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ডে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আর সন্ধ্যা ৬টার দিকে নীলক্ষেতে আগুনের ঘটনা ঘটে।এদিকে, বুধবার সন্ধ্যার পর রাজধানীর বাড্ডা হোসেন মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।অপরদিকে রাজধানীর পুরানা পল্টন মোড়ে পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম ককটেল বিস্ফোরণ ও ২ মিনিট পর আরও ২টি ককটেল বিস্ফোরিত হয়।এ ঘটনায় আন্দু মিয়া নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রিকশাযোগে বাসায় যাওয়ার পথে পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণে আহত হন তিনি।জেইউ