জাতীয়

এসকে সিনহাকে প্রধান বিচারপতি করায় সরকারকে অভিনন্দন

সুরেন্দ্র কুমার সিনহাকে (এসকে সিনহা) প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু ঐক্যজোট এর চেয়ারম্যান প্রশান্ত কুন্ডু। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি এ অভিনন্দন জানান।এতে তিনি বলেন, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশের ২১তম প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ায় আমরা হিন্দু সম্প্রদায় আনন্দিত। আমরা চাই ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক।