সুরেন্দ্র কুমার সিনহাকে (এসকে সিনহা) প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু ঐক্যজোট এর চেয়ারম্যান প্রশান্ত কুন্ডু। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি এ অভিনন্দন জানান।এতে তিনি বলেন, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশের ২১তম প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ায় আমরা হিন্দু সম্প্রদায় আনন্দিত। আমরা চাই ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক।