দেশজুড়ে

দেশে খাদ্যের অভাব নেই: ত্রাণমন্ত্রী

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশের যেসব এলাকায় বন্যা হয়েছে সেসব এলাকা মনিটরিং করা হয়েছে। দেশে খাদ্যের কোনো অভাব নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আরো ৫০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।সোমবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কাউয়াখোলা চরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।এ সময় তিনি বলেন, ইতিমধ্যে সিরাজগঞ্জের বন্যাকবলিতদের মাঝে ৬৬১ মেট্রিক টন চাল ও ২৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে। আরো ৫০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।মন্ত্রী বলেন, বন্যা কবলিতদের সঙ্গে নিয়েই এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। বাঙ্গালিরা কোন কিছুতেই ভয় পায় না। তারা বীরের জাতি। প্রতিবছর বন্যা খরার সঙ্গে যুদ্ধ করে মাথা উচু করে এই চরাঞ্চলের মানুষ বেঁচে আছে। তারা নিজেরাই এই বন্যার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন।  এ সময় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজং চাম্বুগং প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, মন্ত্রণায়লের মহাপরিচালক রিয়াজ আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মেরাজ উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।বাদল ভৌমিক/এএম/এবিএস