জাতীয়

গাজীপুরে বাসে আগুন, নিহত ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের ছোঁড়া আগুনে পুড়ে চালকের এক সহকারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৩টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সহকারীর নাম তোফাজ্জল হোসেন। তোফাজ্জল সিলেটের নারায়ণতলা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। তিনি রাতে বাসটিতে ঘুমিয়েছিলেন বলে জানা গেছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। -বিএ/এআরএস