কিছু দিন ধরেই বাতাসে গুঞ্জন চলছে বার্সা ছাড়ছেন মেসি। এর মধ্যে ব্যালন ডি’অর অনুষ্ঠানে বার্সায় নিজের ভবিষ্যৎ অনিশ্চিত বলে জানিয়েছেন বার্সার এই প্রাণ ভোমরা। ঠিক এই সময় রোনালদোর পাশে মেসিকে দেখার আগ্রহ প্রকাশ করলেন রিয়াল কোচ আনচেলোত্তি।রিয়াল কোচ আনচেলোত্তি বলেন, হ্যাঁ আমি মেসিকেও রিয়ালে চাই। তবে সেটা সম্ভব মেসি যদি বার্সেলোনা ছাড়ে। তাদের দুজনকে একই ক্লাবে পাওয়াটা আমাদের জন্য দারুণ কিছু হবে।বিশ্বের এক নম্বর ক্লাব রিয়াল মাদ্রিদ। মেসিকে দলে ভেড়াতে ২৫০ মিলিয়ন ইউরো ও মাসিক বেতন ২০ মিলিয়ন দেওয়ার সামর্থ রিয়ালের রয়েছে। আর সে কারণেই হয়তো মেসিকে রিয়ালে নেওয়ার আগ্রহ প্রকাশ করেলেন রিয়াল কোচ।