দেশজুড়ে

অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে আ.লীগের মিছিল

বান্দরবানে আওয়ামী লীগ নেতা মংপু মার্মার অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ।মঙ্গলবার সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে তারা এ সমাবেশ করেন। এর আগে তারা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বান্দরবানের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এর সামনে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা মংপু মার্মার অপহরণের পেছনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেন। এ সময় অপহরণের পেছনে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানানোর সঙ্গে সঙ্গে পাহাড়ে জেএএস এর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান ।উল্লেখ্য, গত ১৩ জুন রাতে জেলার রোয়াংছড়ি উপজেলার জামছড়ি নিজ বাসা থেকে অপহরণের শিকার হন সদর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক মং পু মার্মা । এ ঘটনায় জেএসএসকে দায়ী করে ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেন অপহৃতের স্বজনরা।সৈকত দাশ/এসএস/আরআইপি