জাতীয়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। দ্বিতীয় পর্বে যোগ দিতে ৩৩ জেলার মুসল্লিরা আসতে শুরু করেছেন।২০ দলীয় জোটের অবরোধ, হরতাল কর্মসূচি উপেক্ষা করে মুসল্লিরা এসে ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন। আগত মুসল্লীদের সাথে কথা বলে জানা গেছে, পথে আসার সময় কোথাও বাধা দেয়া হয়নি। ইজমেতার ব্যানার লাগানো দেখলেই পিকেটাররা গাড়ি ছেড়ে দিচ্ছে। প্রত্যেক জেলা থেকে গাড়ি রিজার্ভ নিয়ে মুসল্লীরা দলে দলে আসতে শুরু করেছেন।বাস ট্রাক ছাড়াও নৌকা, লঞ্চ ও ট্রেনে করে মুসল্লিরা ময়দানে দলে দলে এসে জড়ো হচ্ছেন। দ্বিতীয় পর্বের জন্য  বিশ্ব ইজতেমা ময়দানকে ৩৯টি খিত্তায় ভাগ করা হয়েছে। এসব খিত্তায় দেশের ৩৩টি জেলার ধর্মপ্রাণ অনেক মুসল্লি ইতিমধ্যে ময়দানে এসে নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিয়েছেন।দ্বিতীয় পর্বে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের ৩৩ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। এর জন্য ময়দানকে ৩৯ খিত্তায় ভাগ করা হয়েছে।