বিনোদন

শুভ জন্মদিন শমী কায়সার

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে হিসেবে গর্ব অনুভব করেন। তবে সৃজনশীল কর্মযজ্ঞের মধ্য দিয়ে নিজেও হয়ে ওঠেছেন গুণী ব্যক্তিত্ব। শমী কায়সারের নান্দনিক অভিনয় নৈপুন্যে অর্জন করেছেন হাজারো মানুষের ভালবাসা। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার গুণী এই অভিনয় শিল্পীর জন্মদিন। শমী কায়সারের জন্ম প্রখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার দম্পতির ঘরে। ১৯৮৯ সালে পরিচালক আতিকুল হক চৌধুরীর হাত দিয়ে টিভি অভিনয় শুরু করেন শমী কায়সার। শমী অভিনীত উল্লেখ্যযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, স্পর্শ, একজন, অরণ্য, আকাশে অনেক রাত, মুক্তি, অন্তরে নিরন্তরে, স্বপ্ন, ঠিকানা প্রভৃতি।শমী কায়সার মঞ্চনাটকের সঙ্গে যুক্ত আছেন প্রায় দেড় যুগ ধরে। ঢাকা থিয়েটারের নাট্যকর্মী হিসেবে বেশকিছু মঞ্চনাটকে তিনি অভিনয় করেছেন। এর মধ্যে সেলিম আল দীন রচিত ‘হাতহদাই’ অন্যতম। বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেও শমী নজর কেড়েছেন। এর মধ্যে রয়েছে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালন’ ,হাছন রাজার মতো চলচ্চিত্র।১৯৯৭ সালে শমী কায়সার গড়ে তুলেন তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রোডাকশন।এই প্রতিষ্ঠানের প্রযোজনায় মুক্তি এবং অন্তরে নিরন্তরে নাটক নির্মিত হয়। ২০১৩ সালে নভেম্বরে তার প্রতিষ্ঠান, ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেড, রেডিও এ্যাক্টিভ নামে একটি বেতার কেন্দ্রের জন্য নিবন্ধন পায়।