দেশজুড়ে

গাইবান্ধা মাতালেন নজরুল পৌত্র সূবর্ণ

গাইবান্ধা মাতিয়ে গেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্র সূবর্ণ কাজী। সোমবার রাতে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে তার সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে কথা, কবিতা ও গানে দর্শক শ্রোতাদের সোয়া দুই ঘন্টা মন্ত্র মুগ্ধ করে রাখেন। এর আগে গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, নাট্যজন রাগীব হাসান চৌধুরী হাবুল তাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। গান-কবিতার ফাঁকে শ্রোতাদের প্রশ্নের উত্তরে সূবর্ণ জানান, মূলত নজরলের জীবনদর্শন তথা মানবতা, সাম্য, অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়াই তার জীবনের লক্ষ্য। একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এজন্য তিনি দুই বাংলায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি নজরুলের উদ্দীপনামূলক গান, কবিতার পাশাপাশি বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত ও জাগরণের গান শোনান। পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বলেন, সূবর্ণ কবি নজরুলের রক্তের উত্তরাধিকার বহন করেন। তার অবয়বে, কথায়, গানে তারুণ্যের বিদ্রোহী কবিকে খুঁজে পেয়ে গাইবান্ধাবাসী আনন্দিত। সুবর্ণ কাজীর বান্ধবরা জানান, তিনি গত আগস্টে বাংলাদেশে আসেন। নজরুলের স্মৃতিধণ্য ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকাসহ বেশ কিছু এলাকায় তিনি গবেষণার কাজ করছেন। নজরুলের হারিয়ে যাওয়া গান, কবিতা সংগ্রহের কাজটিও তিনি করে থাকেন। তার সুহৃদ নৃত্যশিল্পী স্বপন কুমার সাহা জানান, গত ২৯ জুলাই তিনি গাইবান্ধা আসেন। বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে গিয়ে তিনি শিক্ষার্থীদের নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় অনুপ্রাণিত করে।  অমিত দাশ/এআরএ/এবিএস