অর্থনীতি

দর বাড়ার কোনো কারণ নেই ৫ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কোনো কারণ নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) জানিয়েছে কোম্পানিগুলো।কোম্পানিগুলো হলো বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সাইফ পাওয়ারটেক, মডার্ন ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ওরিয়ন ইনফিউশন এবং এপেক্স স্পিনিং। এর মধ্যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, মডার্ন ডাইং এবং সাইফ পাওয়ারটেক ডিএসইকে আর ওরিয়ন ইনফিউশন ও এপেক্স স্পিনিং সিএসইকে জানিয়েছে।জানা গেছে, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকায় ডিএসই ও সিএসইর নজরে আসে। এরপর ডিএসই ও সিএসই কোম্পানিগুলোকে এর কারণ জানাতে নোটিশ পাঠায়। ডিএসইর নোটিশের জবাবে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, মডার্ন ডাইং ও সাইফ পাওয়ারটেক ডিএসইকে আর ওরিয়ন ইনফিউশন ও এপেক্স স্পিনিং সিএসইকে জানিয়েছে তাদের শেয়ার দর কোন কারণ ছাড়াই অস্বাভাবিকহারে বাড়ছে।উল্লেখ্য গত এক মাসে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের শেয়ার দর ৮ দশমিক ৩ টাকা বা ১৮ দশমিক ৩২ শতাংশ বেড়েছে, মডার্ন ডাইংয়ের দর বেড়েছে ১৯ দশমিক ৯ টাকা বা ২৩ দশমিক ৯৪ শতাংশ, সাইফ পাওয়ারটেকের দর ১৬ দশমিক ৩ টাকা বা ২৬ দশমিক ৮০ শতাংশ বেড়েছে, ওরিয়ন ইনফিউশনের দর বেড়েছে ৪ দশমিক ৩ টাকা বা ১০ দশমিক ১১ শতাংশ আর এপেক্স স্পিনিংয়ের দর বেড়েছে ৯ দশমিক ১ টাকা বা ১৩ দশমিক ২৬ শতাংশ।-এসআই/বিএ