অর্থনীতি

লভ্যাংশ বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে পাঁচ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ ও বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে। বৃহস্পতিবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানি পাঁচটি হলো- বিডিকম অনলাইন লিমিটেড, এমারেল্ড অয়েল, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফাকচারিং কোম্পানি এবং উসমানিয়া গ্লাস।জানা গেছে, বিডিকম অনলাইন ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।এমারেল্ড অয়েল ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচ্য বছরে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।একই বছরে ঢাকা ডাইং ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আর বিবিধ খাতের উসমানিয়া গ্লাস ২১ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।